বাংলাদেশের রাস্তায় বৃদ্ধের উচ্ছিষ্ট খাওয়ার ছবিটি নিয়ে যা জানা গেল

ফুটপাতে ময়লার ভাগাড় থেকে একজন বৃদ্ধ উচ্ছিষ্ট কুড়িয়ে খাচ্ছেন, সম্প্রতি এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিটি পোস্ট করে একেকজন একেক রকম ক্যাপশন দিচ্ছেন। কেউ লিখেছেন, বাংলাদেশের অবস্থা। আবার কেউবা বলছেন এটি দুর্ভিক্ষের বাংলাদেশ। তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ছবিটি মোটেই সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০২৩ সালে তোলা।
অনুসন্ধানে জানা গেছে, ছবিটি ২০২৩ সালের ১৭ নভেম্বর আলোকচিত্রী জিএমবি আকাশের ক্যামেরায় ধারণ করা হয়েছিল। পরে ছবিটি নিয়ে অপপ্রচার শুরু হলে রোববার (৮ ডিসেম্বর) আলোকচিত্রী নিজেই তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তা শেয়ার করে সত্যতা তুলে ধরেন।
এদিকে ছবিটির সত্যতা নিয়েও প্রশ্ন ওঠে। কেউ কেউ দাবি করেন, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি। এ অবস্থায় আলোকচিত্রী জিএমবি আকাশের সঙ্গে যোগাযোগ করে মূল ছবিটি সংগ্রহ করে রিউমর স্ক্যানার।
পরে মূল ছবির মেটাডাটা বিশ্লেষণে প্রতিষ্ঠানটি নিশ্চিত হয় যে, ছবিটি আসল এবং এটি ২০২৩ সালের ১৭ নভেম্বর তোলা হয়েছে।
প্রসঙ্গত, ফেসবুকে এই ছবি শেয়ারকারীদের একজন আওয়ামী লীগ সমর্থক ও অনলাইন অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদার। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভারতে অবস্থান করে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এমনকি ভারতীয় মিডিয়ার টকশোতেও তাকে অংশ নিতে দেখা গেছে।
এর আগে, একটি লাইভ টকশোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ তাকে হারপিক দেখিয়ে তীব্র সমালোচনা করেন। এরপর থেকেই তিনি নেটিজেনদের কাছে ‘হারপিক মজুমদার’ নামে পরিচিত।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য