প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম

৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭:৩৫

ফাইল ছবি

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলমকে কেন্দ্রীয় ‘মুখ্য সংগঠক’ পদে মনোনীত করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের সই করা এক বিবৃতিতে তা জানানো হয়েছে।

এতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলম কেন্দ্রীয় ‘মুখ্য সংগঠক’ পদে মনোনীত হলো। বর্ধিত সাংগঠনিক কাঠামোর আহ্বায়ক করা হয় নাসীরুদ্দীন পাটওয়ারীকে। সদস্য সচিব আখতার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য