সচিবদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী
৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৯:২৯

ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ের এই সচিব সভা অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন, সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বৈঠকটি শুরু হয়েছে।
বর্তমানে সচিব ও জ্যেষ্ঠ সচিব পর্যায়ের কর্মকর্তা আছেন ৮৭ জন। তারা বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগ, কর্তৃপক্ষ, কমিশন ও কর্পোরেশনসহ অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্ব সামলাচ্ছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৫ - Developed by RL IT BD
মন্তব্য