মায়ের মৃত্যুর ৫ ঘণ্টা পর মারা গেলেন ছেলেও

ছবি: সংগৃহীত
বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে মারা যান মা আছিয়া বেগম (৮০)। মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে ৫ ঘণ্টা পর মারা গেলেন ছেলে শফিকুল ইসলাম শফিও (৬০)। রোববার (১ ডিসেম্বর) পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখড়া গ্রামে ঘটনা ঘটে। জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মারা যান মা। আর রাত একটার দিকে মারা যান ছেলে।
স্থানীয় বাসিন্দা রিপন রহমান জানান, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন বড় গুয়াখড়া গ্রামের মৃত ফরমান আলীর স্ত্রী আছিয়া বেগম। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে ৪ মেয়ে সহ নাতি-নাতনি রেখে গেছেন।
শফিকুল ইসলাম শফির ছেলে ওমর ফারুক জানান, ‘আমার দাদীর মৃত্যুর শোক সইতে না পেরে মধ্যরাতে স্ট্রোক করেন আব্বা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান মারা গেছে। দাদি মারা যাওয়ার ৫ ঘণ্টা পর আমার আব্বা মারা গেছে।’
এদিকে, স্বামীর মৃত্যুর পর সোমবার বিকেল চারটার দিকে অসুস্থ হয়ে পড়েছেন শফিকুল ইসলামের স্ত্রী ফিরোজা খাতুন। তাকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসক।
সোমবার বেলা ১১টায় বড় গুয়াখড়া সম্মিলিত ইদগাহ মাঠে মৃত মা ও ছেলের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে একই কবরস্থানে তাদের দাফন করা হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য