সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘আত্মত্যাগের চেতনায় আগামীর বাংলাদেশ’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাউথইস্ট ইউনিভার্সিটির চার শহীদসহ সব শহীদ ও আহতদের স্মরণে ‘আত্মত্যাগের চেতনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা, এ এফ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাইখ মাহদী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম।
অনুষ্ঠানে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, জাতীয় নাগরিক কমিটির লেখক ও সদস্য তুহিন খান, রাজনীতি বিশ্লেষক সাইয়্যেদ আব্দুল্লাহ, সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য এম মোফাজ্জল হোসেন এবং স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ফারহানা হেলাল মেহতাব।
শহীদ পরিবারের বিভিন্ন সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের হাতে বিশ্ববিদ্যায়ের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, ডিনরা, বিভাগীয় প্রধানেরা, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
অতিথিরা স্বৈরাচার পতন আন্দোলনে সব শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা তুলে ধরে আগামীর একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। শহীদদের রক্ত যেন বৃথা না যায়, তার জন্য ছাত্রসমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে আহ্বান জানান তারা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য