মাদক মামলায় হিরো আলমের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে মাদক মামলায় হিরো আলম ওরফে হিরো মন্ডল (৪০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময়ে আসামি হিরো আলম আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি সিদ্ধিরগঞ্জের সানাপাড় এলাকার মো. আব্দুর রশিদ মণ্ডলের ছেলে।
বুধবার বিকেল সাড়ে ৪টায় রায়ের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল কাইউম খান। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার এক মাদক মামলায় হিরো আলম ওরফে হিরো মন্ডল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হিরো আলমকে ৪ হাজার ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে র্যাব-১০। পরদিন এ ঘটনায় র্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আদালত সাতজনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা দেন আদালত।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য