বৃহস্পতিবার ৭ আগস্ট, ২০২৫, ০২:০২ অপরাহ্ণ
 

রাজধানীর ৫৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে চিরুনি অভিযান

১৪ নভেম্বর, ২০২৪ ১০:৫৯:৫৮
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) অবস্থিত ৫৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন’ কার্যক্রমে চিরুনি অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডিএসসিসির সব ওয়ার্ডে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সংস্থার স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্ন ও জনসচেতনতা উদ্বুদ্ধ করতে চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট ২৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ মশকনিধন কার্যক্রমে ৮৭৩ জন মশককর্মী এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৫৩০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেয় বলে জানিয়েছেন ডিএসসিসির তথ্য কর্মকর্তা জোবায়ের হোসেন।

তিনি আরও বলেন, গতকাল ২৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ দুই দিনে মোট ৫৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। যেখানে দুই দিনে মোট ২৭০৯ জন মশককর্মী ও পরিচ্ছন্নতাকর্মী কাজ করে। প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর প্রেরিত তালিকা অনুযায়ী ডেঙ্গু রোগীর আবাসস্থল ও চারপাশে বিশেষ লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হচ্ছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD