সোমবার ৪ আগস্ট, ২০২৫, ০১:৪২ অপরাহ্ণ

বন্ধুদের মারধরে ইউটিউবারের মৃত্যু

১ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:৫৩:৪২
ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় ইউটিউবার দীপক নগরের বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়ে মৃত্যু হয়েছে। বন্ধুদের হাতেই মারধরের শিকার হয়ে মারা যান তিনি। জানা গেছে, বন্ধুদের সঙ্গে মদ খাওয়ার পার্টিতে উপস্থিত ছিলেন দীপক। পার্টিতে উপস্থিত থাকা সবাই মদ্যপ অবস্থায়ই ছিলেন। সেই অবস্থায় ঝগড়ার বশে ইউটিউবারকে অনেক মারধর করা হয়। মাথায় আঘাত করার পাশাপাশি লাঠি দিয়েও পেটানো হয় তাকে। আর তখনই মাথায় গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয় তাঁর। উঠছে খুনের অভিযোগ। ইতিমধ্যেই পুলিশের কাছে সাতজনের নামে এফআইআর করা হয়েছে। এই সাতজন ব্যক্তিই প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন ঘটনার সঙ্গে।

রবিবার ২৮ জানুয়ারি গ্রেটার নয়ডার ডাঙ্কৌর পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় এই ঘটনা ঘটে। ইউটিউবার এদিন মহম্মদপুরের গুর্জর গ্রামে বন্ধুদের সঙ্গে মদের পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। গত পাঁচ বছর ধরে বিভিন্ন ভিডিও বানিয়ে সেগুলো ইউটিউবে পোস্ট করতেন দীপক। তাঁর এক লাখেরও বেশি ফলোয়ার ছিল।

জানা গেছে, মণীশ নামক এক ব্যক্তি এদিনের এই পার্টির আয়োজন করেছিলেন। তাঁর একটি জমি তিনি ৬০,০০০ টাকায় বিক্রি করেছিলেন। ছেলের ৭ম জন্মদিনে মিমির বিশেষ আয়োজন! ছেলের ৭ম জন্মদিনে মিমির বিশেষ আয়োজন! তারপরই বন্ধুদের এই পার্টি দেন। এদিন পার্টিতে উপস্থিত ছিলেন সাত অভিযুক্ত, মণীশ, প্রিন্স, ভিকি, যোগেন্দ্র, বিজয়, কপিল এবং মিঙ্কু। তারা সবাই যখন দীপকের সঙ্গে পার্টিতে মত্ত ছিলেন, তখন আচমকাই বিবাদের সূত্রপাত হয়। মদ খাওয়া নিয়ে ঝগড়া লাগে মণীশ এবং দীপকের মধ্যে। সেখান থেকেই শুরু হয় হাতাহাতি। এরপর লাঠি দিয়ে দীপককে পেটাতে শুরু করেন মণীশ। এমনটাই দাবি মৃতের পরিবারের। সেই ঘটনার পর সোমবার দীপককে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু একাধিক আঘাত থাকার কারণে দ্রুত তাঁর অবস্থার অবনতি হতে থাকে। এরপর সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপর পুলিশ সেখানে উপস্থিত থাকা সাত অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এবং একই সঙ্গে তদন্ত শুরু করেছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD