ঝিনাইদহে হারল্যান স্টোরের আউটলেট উদ্বোধন
চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছবি : সংগৃহীত
দেশব্যাপী হারল্যান স্টোরের চাহিদা বাড়ায় বেড়েই চলছে আউটলেটের সংখ্যা। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহে হারল্যান স্টোরের নতুন আউটলেটের উদ্বোধন করেছেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন এবং চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। রবিবার (১০ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ সদরের ব্যস্ততম এলাকা হাটের রাস্তায় হারল্যান স্টোরের নতুন আউটলেট উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হারল্যান স্টোরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
চিত্রনায়িকা দীঘি বলেন, ‘অথেনটিক মানেই হারল্যান। আর অথেনটিক কসমেটিকস ভোক্তাদের হাতে পৌঁছে দিতে আজ হারল্যান স্টোর চলে এসেছে ঝিনাইদহে। এভাবেই ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান স্টোর।’
রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক ইমন বলেন, ‘দেশব্যাপী হারল্যান স্টোরের সব আউটলেটে পাওয়া যাচ্ছে বিশ্বমানের অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার এবং হোমকেয়ার পণ্য। নকল ও ভেজাল থেকে মুক্তি দিয়ে ভোক্তাদের হাতের নাগালেই অথেনটিক সব কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে রিমার্ক-হারল্যান।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য