মঙ্গলবার ৫ আগস্ট, ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ণ

২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জয় পাকিস্তানের

১০ নভেম্বর, ২০২৪ ৬:০২:৫১
ছবি-এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজে ঘুরে দাঁড়িয়েছিল সফরকারীরা। সেই ধারাবাহিকতা বজায় রেখে তৃতীয় ম্যাচে অজিদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে রিজওয়ান-বাবররা। এতে ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ জিতল পাকিস্তান।অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে ২০০২ সালে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। সেই সময়ে দলের অধিনায়ক ছিলেন ওয়াকার ইউনুস এবং সিরিজসেরা হয়েছিলেন শোয়েব আক্তার। ২২ বছর পর রিজওয়ানের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতলো পাকিস্তান। এবার সিরিজসেরা হয়েছেন হারিস রাউফ।

রোববার (১০ নভেম্বর) তৃতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৪০ রানে অলআউট হয় মাইটি অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ১৩৯ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু রে দুই পাক ওপেনার সাইম আইয়ুব এবং আব্দুল্লাহ শাফিক। দুজনের ব্যাট থেকে আসে ৮৪ রান। ১৭তম ওভারের প্রথম শাফিক (৩৭) আউট হলে পঞ্চম বলে বোল্ড আউট হন সাইম। ৫২ বলে ৪২ রান করেন তিনি।শেষ পর্যন্ত বাবর আজমের ৩০ বলে ২৮ রান এবং মোহাম্মদ রিজওয়ানের ২৭ বলের অপরাজিত ৩০ রানে ভর করে ১৩৯ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। দলের মূল খেলোয়াড়রা না থাকায় শাহিন, রাউফ এবং নাসিম শাহদের মতো পেসারদের সামনে মুখ থুবড়ে পড়েছে অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটারা।

সিনিয়রদের মধ্যে শুধু ছিলেন মার্কাস স্টোইনিস এবং গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তারা। স্টোইনিস (৮) এবং শূন্য রানে আউট হন ম্যাক্সওয়েল। এতে ১৪০ রানেই গুটিয়ে যায় অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন সেন অ্যাবট।

পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও শাহিন আফ্রিদি তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও হারিস রাউফ দুটি এবং মোহাম্মদ হাসনাইন নেন এক উইকেট।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD