কওমি মাদরাসার ছাত্রদের ১৫ নভেম্বর কাকরাইল মসজিদে না আসার আহ্বান
১০ নভেম্বর ২০২৪, ১০:৪৬:৪৮
ছবি: সংগৃহীত
আগামী ১৫ নভেম্বর কাকরাইল মসজিদে না আসার জন্য কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন মসজিদের ইমাম মুফতী আজিমুদ্দিন (সাদ পন্থী)। শনিবার (৯ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
ইমাম মুফতী আজিমুদ্দিন বলেন, কাকরাইল মসজিদে ১৫ নভেম্বরের পর থেকে ভারতের মাওলানা সাদ পন্থীদের দাওয়াতি তাবলীগের কাজ পরিচালনা ও তাদের প্রবেশ করতে না দেয়ার হুমকি এসেছে বাংলাদেশের মাওলানা জোবায়ের পন্থীদের কাছ থেকে।
তিনি বলেন, এ অবস্থায় ১৫ তারিখ সব কওমি মাদরাসার ছাত্রদের কাকরাইল মসজিদে না আসার আহ্বান রইলো। তারা কোনো ভাবেই কাকরাইল ছাড়বেন না।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৪ - Developed by RL IT BD
মন্তব্য