শতভাগ ধূমপানমুক্ত ক্যাম্পাস ঘোষণা করেছে স্টেট ইউনিভার্সিটি
ছবি: সংগৃহীত
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) পাবলিক হেলথ ডিপার্টমেন্ট গত বুধবার প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে তামাক নিয়ন্ত্রণ সেমিনার আয়োজন করে এবং উক্ত সেমিনারে ক্যাম্পাসকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আখতারুজ্জামান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ নওজিয়া ইয়াসমিন, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দ মাহফুজুল হক, ন্যাশনাল প্রফেশনাল অফিসার (এনসিডি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, সিনিয়র টেকনিক্যাল এডভাইজার, ভাইটাল স্ট্রাটেজিস-বাংলাদেশ। সেমিনারের বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীমুল ইসলাম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি); স্বাগত বক্তব্য প্রদান করেন ড. বিলকিস বানু, সহযোগী অধ্যাপক, পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, এসইউবি।
অনুষ্ঠানটি উপস্থাপনা করে মো: আল্লামা ফয়সাল, প্রভাষক, পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, এসইউবি। সেমিনারে আরো উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ও তামাক নিয়ন্ত্রণের বিশিষ্ট নেতৃবৃন্দ এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
এসইউবি’র উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ নওজিয়া ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসটিকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করেন এবং ক্যাম্পাস জুড়ে বিভিন্ন অবস্থানে ‘ধূমপান নিষিদ্ধ’ সাইনবোর্ড স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য