প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

রশিদের দ্বিতীয় শিকার মিরাজ, লড়াই করছেন শান্ত

৯ নভেম্বর ২০২৪, ৬:৩৮:৩৬

ছবি-এসিবি

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সিরিজ রক্ষার মিশন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ও সৌম্যের আউটের পর দলের হাল ধরেছিলেন শান্ত ও মিরাজ। কিন্তু মিরাজ ২২ রানে আউট হলে লড়াই করে যাচ্ছে শান্ত।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৫৩ রান। নাজমুল হাসান শান্ত ৬০ এবং তাওহীদ হৃদয় ১ রানে ব্যাট করছেন।

শনিবার (৯ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিলেন সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। ১৭ বলে ২২ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার। আগের ম্যাচের নায়ক গজানফরের প্রথম শিকার হন তিনি।

এতে দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তিনে ব্যাট করতে নেমে সৌম্য সঙ্গ নিয়ে রান করতে থাকেন শান্ত। দুজনে মিলে ৭১ রানের জুটিতে গড়েন। কিন্তু ফিফটির আক্ষেপ নিয়ে ফেলেন সৌম্য। ১৯তম ওভারে পঞ্চম বলে রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই টাইগার ওপেনার।কিন্তু এক প্রান্ত আগলে রেখে ৭৫ বলে ফিফটি তুলে নেন নাজমুল। তাকে যোগ্য সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাটে ভর করে ১৫০ রান পার করে টাইগাররা। এরপর আর পিচে বেশিক্ষণ টিকতে পারেননি মিরাজ। ৩৩ বলে ২২ রান করে আউট হন এই টাইগার অলরাউন্ডার।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য