কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দিবসটি উপলক্ষে বিকেলে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
এ সময় বিএনপি নেতা হুমায়ুুন কবির মাস্টার, সোলায়মান আলম, খালেকুজ্জামান বাবলু, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, মাসুদ রানা, ফরিদ আহমেদ মৃধা, মনিরুজ্জামান খান লাভলু, ইব্রাহীম প্রধানসহ কালীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য