মঙ্গলবার ২৪ ডিসেম্বর, ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ণ

সিমেন্ট দিয়ে তৈরি পানীয়তেই স্বাদ পান চা কিংবা কফির!

৯ নভেম্বর, ২০২৪ ১২:৩৭:১২
ছবি: সংগৃহীত

এক গ্লাস পানিতে মেশালেন এক চামচ সিমেন্ট। তারপর ধীরে ধীরে তা নাড়তে থাকলেন। মেশানো হয়নি কোনো প্রকার চিনি। তারপর ঢকঢক করে তা পান করলেন। ভাবছেন ভুল কিছু দেখলেন? না সবটাই সত্যি। এভাবে পানির সাথে সিমেন্ট গুলিয়ে শরবতের মতো পান করেন এই ব্যাক্তি। শুধু তাই নয়, কলার সাথে কোন রুটি নয়, সিমেন্টে ডুবিয়ে কলা খান তিনি।

সকালে উঠে চায়ের বদলে সিমেন্ট মেশানো পানীয় পান আপনার কাছে আজব লাগলেও ইন্দোনেশিয়ার হারিস দায়েং ন্যাগেলের কাছে, এটা কোন রূপকথার গল্প নয়, বরং বাস্তব! এক দুই বছর নয়, তিন বছর ধরে সিমেন্ট খাওয়ার অভ্যাস ধরে রাখা এই মানুষটি এখন পুরো ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো বিস্ময়ের ঝড় তুলেছেন।কিন্তু কী এমন রহস্য, যে সিমেন্টকেই বানিয়ে ফেললেন তার প্রিয় পানীয়?

দক্ষিণ সুলাওয়েসির তকালারের পাতালাসাং শহরে বাস করেন তিনি। হারিসের মতে , ২০২১ সালে একটি গুদামে আটকে পড়েন তিনি। সিমেন্টের ধুলো ওড়ার মধ্যে তার জীবন এক নতুন মোড় নেয়। সিমেন্টের ধুলো শ্বাসের সঙ্গে মিশে যাওয়ার পর তিনি প্রার্থনা করেন, যেন সিমেন্টের সঙ্গে এক হতে পারেন। এরপরই তিনি সিমেন্ট আর পানি মিশিয়ে খাওয়া শুরু করেন, এবং তিনি লক্ষ্য করেন এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

তাই পানিতে সিমেন্ট মিশিয়ে ঠিক যেন কফির মতো খেয়ে ফেলেন তিনি। আর এই অভ্যাসে তার কোনো ব্যথা বা অস্বস্তি হয়না বলেও জানান তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় হারিসের এই অদ্ভুত অভ্যাসটি নিয়ে কৌতূহল আর বিস্ময় জাগিয়ে তোলে। অনেকেই প্রশ্ন করেন, কেন তিনি এমন করছেন? হারিসের দাবি, এটা তার নিজস্ব পদ্ধতি, আর এতে তার কোনো ক্ষতি হয়নি।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি খুবই অস্বাভাবিক ও অস্বাস্থ্যকর। এমন কাজ করা একেবারেই নিরাপদ নয়। সিমেন্টে থাকা রাসায়নিক পদার্থ শরীরের জন্য মারাত্মক হতে পারে। তাই, হারিসের এই অদ্ভুত অভ্যাস দেখে কোনোভাবেই অনুপ্রাণিত হওয়া উচিত নয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD