বুধবার ৬ আগস্ট, ২০২৫, ০৫:১১ অপরাহ্ণ
 

আসিফ নজরুলকে হেনস্তাকারীদের পাসপোর্ট বাতিলের দাবি গণঅধিকার পরিষদের

৮ নভেম্বর, ২০২৪ ১০:১১:৩৮
ছবি: সংগৃহীত

এবার সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে যারা হেনস্তা করেছে তাদের পাসপোর্ট বাতিল করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। এ ঘটনার প্রতিবাদে যুব অধিকার পরিষদের আয়োজনে শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় মশাল মিছিল শেষে রাজধানীর আল রাজীর কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ দাবি জানান।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেন, আসিফ নজরুলকে যারা হেনস্তা করেছে তাদের পাসপোর্ট বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আসিফ নজরুল স্যারকে হেনস্তা করে মূলত গণঅভ্যুত্থানকে হেনস্তা করতে চেয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল। বিগত ১৭ বছরে আওয়ামী সন্ত্রাসীরা এদেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছে, দেশের মানুষকে গুম-খুন করেছে। গণঅভ্যুত্থানের পরেও তাদের আচরণের পরিবর্তন হয়নি। অনতিবিলম্বে সন্ত্রাসী আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে হবে।

এ সময় দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মুখে হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা নানা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তাকারীরা আওয়ামী লীগের সন্ত্রাসী। হেনস্তাকারীদের পাসপোর্ট বাতিল করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান বলেন, গণহত্যা, গুমসহ এত অন্যায় করার পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ আওয়ামী লীগ ও তাদের সকল সহযোগী সংগঠন নিষিদ্ধ করতে হবে।

মিছিলে গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, যুব অধিকার পরিষদ মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান শুভসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD