প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

বিশ্ব ইজতেমায় মানুষের ঢল

১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৮:৪৩

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত বিশ্ব ইজতেমা। এরই মধ্যে ময়দানের প্রস্তুতি প্রায় শেষ। শীত উপেক্ষা করে দেশ–বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন মুসল্লিরা। যাতায়াত সুবিধায় বাস ও ট্রেনের বিশেষ ব্যবস্থা রেখেছে প্রশাসন।

শুক্রবার বাদ ফজর থেকে ইজতেমার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও অনানুষ্ঠাকিভাবে আজ বৃহস্পতিবার বাদ আসর থেকে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কাজ শুরু হবে।

প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা অংশগ্রহণ করছেন। তারা ইজতেমা ময়দানে জেলাওয়ারি নির্দিষ্ট খিত্তা অনুসারে অবস্থান নিচ্ছেন। বিদেশি মুসল্লিদের জন্য ময়দানের পশ্চিমাংশে টিনের ছাউনিযুক্ত বিশেষ কামরার ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা ময়দান ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে নির্দিষ্ট পয়েন্টগুলোতে। 

ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সড়ক-মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রস্তুত করা হয়েছে মেডিক্যাল ক্যাম্প ও হাসপাতালের অতিরিক্ত বেড ও পর্যাপ্ত অ্যাম্বুলেন্স। ইজতেমায় আসা-যাওয়ার জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। র‍্যাবের পক্ষ থেকে আকাশে হেলিকপ্টার টহল দেবে। সিসি ক্যামেরা ও সুউচ্চ ওয়াচ টাওয়ার থেকে মনিটরিং করা হবে সবার গতিবিধি।

ইজতেমার শীর্ষ মুরুব্বি ইঞ্জিনিয়ার মাহফুজ বলেন, এখানে যারা আসছেন তারা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানকে আল্লাহই মেহমানদারি করবেন। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকভাবেই হচ্ছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, ট্রাফিক পরিকল্পনা এমনভাবে সাজিয়েছি যে খিত্তার কাছে যে গেট তার গাড়ি এসে সেখানে নামাবে। এরপর সেই গাড়িগুলো সেখান থেকে নির্দিষ্ট স্থানে গিয়ে পার্কিং করবে।

দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ২ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্ব হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য