বিশ্ব ইজতেমায় আসার পথে মুসল্লির মৃত্যু

ফাইল ছবি
ইজতেমায় যাওয়ার পথে গাজীপুরের টঙ্গীতে ইউনুছ মিয়া (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। নিহত ইউনুছ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অরুয়াইল ইউনিয়নের ধামাউরা গ্রামের মৃত বুদু মিয়ার ছেলে।
নিহতের সঙ্গে থাকা এক মুসল্লি মজিবুর রহমান বলেন, আমরা বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৩ জন মুসল্লি নিয়ে ইজতেমার উদ্দেশে রওনা হই। মিরের মাজার পার হয়ে টঙ্গীর কাছাকাছি আসার পর দুইবার বমি করেন তিনি। পরে সে বাসের ছিটে হেলে পড়েন। এ অবস্থায় তাকে নিয়ে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লুনা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য