পরীক্ষায় মনোযোগী হোন, শীঘ্রই আসছে স্বতন্ত্র পরিচয়”- সাত কলেজ শিক্ষার্থীদের বার্তা
ফাইল ছবি
আকরাম হোসেন, ঢাকা কলেজ প্রতিনিধি: সাত কলেজের স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আপাতত ইয়ার ফাইনাল পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “ভাই-বোনেরা, আসন্ন পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন, আমাদের চূড়ান্ত সমাধানের পথ তৈরি হচ্ছে।”
আন্দোলনকারীরা জানান, ভবিষ্যতে সাত কলেজের অ্যাকাডেমিক কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পৃক্ততা থাকবে না এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথেও কোনো সম্পর্ক থাকবে না। তাদের মতে, Affiliation একটি বৈষম্যমূলক ব্যবস্থা, যা শীঘ্রই বিলুপ্ত হবে। শিক্ষার্থীদের পরীক্ষায় মনোযোগী থাকার পাশাপাশি ডিপার্টমেন্টভিত্তিক সংগঠিত হওয়ারও পরামর্শ দেন তারা।
আব্দুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনাদের শিরদাঁড়া সোজা রেখে চলতে হবে। ভয় পাবেন না, বেয়াদবি করবেন না, তবে অনিয়মের প্রতিবাদে দৃঢ় থাকুন।”
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য