প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

ঢাবির অধীনে নয়, সাত কলেজের দাবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়: ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

২ নভেম্বর ২০২৪, ১১:১৯:২৯

ফাইল ছবি

ক্যাম্পাস প্রতিনিধি,ঢাকা কলেজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজগুলোকে ঢাবির অধীনে না রেখে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ক্লাস ও পরীক্ষার বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার (২ নভেম্বর) ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজের শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।

ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, আপাতত রবি ও সোমবার অনার্স ও মাস্টার্স পর্যায়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি, প্রতিটি ক্যাম্পাসে আলোচনাসভা ও বিক্ষোভ কর্মসূচি চলবে।

কবি নজরুল কলেজের এক শিক্ষার্থী বলেন, “আমরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে চাই না। আমাদের নিজস্ব স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রয়োজন, যা সাত কলেজের স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে।”

তিনি আরও জানান, মন্ত্রণালয়ের গঠিত কমিটি শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। দ্রুত কমিশন গঠন করে শিক্ষার্থী প্রতিনিধিদের যুক্ত করার দাবিও জানান তারা।

এই কর্মসূচি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, এবং আন্দোলনকারীরা তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন, যদি দাবি আদায় না হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য