প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে উত্তাল ইডেন ও বদরুন্নেসা কলেজ

২ নভেম্বর ২০২৪, ১০:৪৮:৩০

ক্যাম্পাস প্রতিনিধি, ঢাকা কলেজ: স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ রাত ১০টায় ঢাকার ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ উত্তাল হয়ে ওঠে। শিক্ষার্থীরা “অধিভুক্ত না মুক্তি, মুক্তি মুক্তি” এই স্লোগানে মুখরিত করে তুলেছেন দুই কলেজের হল ও ক্যাম্পাস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। শিক্ষার্থীদের দাবি, তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ঢাবির অধীনে না রেখে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক।

ইডেন ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা আজ রাতে তাদের দাবি আদায়ের উদ্দেশ্যে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিল ও স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Ad