প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

সুপারি ভেজানোর গর্তে নেমে প্রাণ গেল দুই ভাইয়ের

১ নভেম্বর ২০২৪, ১১:৩২:৪০

ছবি: সংগৃহীত

সুপারি ভেজানোর গর্তে নেমে চট্টগ্রামের ফটিকছড়িতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজি গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুহাম্মদ শফি (৪৮) ও মুহাম্মদ শহীদুল্লাহ (৫০)। তারা দুজন ভাই। দুজনই হাজি গুন্নুমিয়া সওদাগর বাড়ির বাসিন্দা।

জানা গেছে, নিহত দুজনের বসতঘরের পাশে তৈরি করা ৭ থেকে ৮ ফুট গভীর দুটি পাকা গর্তে কয়েক মাস আগে কাঁচা সুপারি ভিজিয়ে রাখা হয়। শুক্রবার সকালে গর্ত থেকে এসব ভেজানো সুপারি তুলতে গিয়ে সাতজন অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস জানায়, দীর্ঘদিন ধরে আবদ্ধ গর্তে সুপারি পচে মিথেন গ্যাস তৈরি হয়। মিথেন গ্যাসের কারণে গর্তের আশপাশে থাকা লোকেরা অজ্ঞান হয়ে পড়েছেন। যে দুই জনের মৃত্যু হয়েছে তারা গর্তের ভেতরে ঢুকেছিলেন।

এ বিষয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, অসুস্থদের সবাইকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে তাদের অবস্থা শঙ্কাজনক হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই দুই জনের মৃত্যু হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য