ইবি শিক্ষার্থী মশিউর’এর উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মশিউর রহমানের উপর সন্ত্রাসী হামলা বিচার ও চিকিৎসা খরচের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। শুক্রবার (০১ অক্টোবর) বিকেল ৫টায় প্রধান ফটকের সামনে এ কর্মসূচি করে তারা। ভুক্তোভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের। তিনি লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী।
জানা যায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে টিউশন থেকে ফেরার পথে দুর্বৃত্তরা ভুক্তভোগী শিক্ষার্থীকে কুপিয়ে জখম করে। ঝিনাইদহের আরাপপুরে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সে দেশে এমন ঘটনা কখনোই কাম্য না। মশিউর রহমানের উপর হওয়া সন্ত্রাসী হামলার উচিৎ বিচার এবং চিকিৎসার ব্যয় বহন করার জোড় দাবি জানাচ্ছি।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয় এস এম সুইট বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইটি যে আক্রমণের শিকার হয়েছে তার তার বিচারের দাবিতে আজকের মানববন্ধন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ঝিনাইদহ জেলা প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে, অনতিবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনাতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাবে। মশিউরের সকল চিকিৎসা খরচ এবং সুস্থ হওয়া পর্যন্ত তার দেখভালের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিতে হবে। শিক্ষার্থীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কুষ্টিয়া এবং ঝিনাইদহে বিশেষ একটি বাহিনী গঠন করতে হবে। আর যে সকল নিষিদ্ধ সংগঠনের সদস্য এর সাথে জড়িত তাদের আইনের আওতায় না নিয়ে আসলে আমাদের আন্দোলন চালিয়ে যাব।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য