ক্ষমতায় এসেই ৬৬৬ কোটি টাকার কর মাফ করিয়েছেন ড. ইউনুস: আওয়ামী লীগ

ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা দেওয়ার রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট।
আজ শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে আওয়ামী লীগ জানায়, ক্ষমতায় এসে সবার আগে নিজের ৬৬৬ কোটি টাকার কর মাফ করিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস। পাচার হওয়া অর্থ ফেরত আনতে পারুক আর না পারুক, নিজের পকেট আগেই বাঁচালেন এই নোবেলজয়ী। এই টাকা জনগণের প্রাপ্য টাকা। চিন্তার কিছু নেই, দেশের মানুষ এই টাকার হিসাব নেবে, ৬৬৬ কোটি টাকা জনগণের কাছে ফিরিয়ে দিয়েই যেতে হবে তাঁকে।
এর আগে, ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে চাপ দেবে না। কারণ এই মুহূর্তে বাংলাদেশ তার বড় প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে।’
(৩০ অক্টোবর) প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যানশিয়াল টাইমসের এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। তিনি আরো বলেন, ‘তার (শেখ হাসিনা) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এই মামলার রায় ঘোষণার পর ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আমি মনে করি না, রায় হওয়ার আগে এটা করার দরকার আছে।’
শেখ হাসিনা ও আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশে তার (শেখ হাসিনা) কোনো জায়গা হবে না, আওয়ামী লীগের কোনো জায়গা হবে না।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য