প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

ইসলামী বক্তারা কাছাকাছি আসলে জাতি গঠনে নতুন ইতিহাস তৈরি হতে পারে: ধর্ম উপদেষ্টা

১ নভেম্বর ২০২৪, ৯:৪৪:৩০

ছবি: সংগৃহীত

ইসলামী বক্তা ও ইমামরা পারস্পারিক ছোটখাটো মতানৈক্য ভুলে গিয়ে একে অপরের কাছাকাছি আসতে পারলে জাতি গঠনে নতুন ইতিহাস তৈরি হতে পারে, এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে ধর্মীয় বক্তাদের অসাধারণ ভূমিকা রয়েছে। ওয়ায়েজ ও ইমামদের ওয়াজ, নসীহত ও বক্তৃতার মাধ্যমে জনগণের মধ্যে তাকওয়া, দেশপ্রেম ও আত্মশুদ্ধির চেতনা জাগ্রত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী। এ সময় মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য