৭ গোলের ম্যাচে নেইমারের আল হিলালের কাছে হারল মেসির মিয়ামি

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে আবারও হারের মুখ দেখলো লিওনেল মেসি-লুইস সুয়ারেজে গড়া ইন্টার মায়ামি। সৌদি আরবের কিংডম অ্যারেনাতে সোমবার ২৯ জানুয়ারি প্রীতি ম্যাচে ইন্টার মায়ামিকে ৪-৩ গোলে হারিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। হিলালের হয়ে গোল করেছেন আলেকসান্ডার মিত্রোভিচ, আবদুল্লাহ আল হামদান, মাইকেল ও ম্যালকম। আর মায়ামির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও ডেভিড রুইজ।
ছবি: সংগৃহীত
এদিকে ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য বজায় রাখে আল হিলাল। এগিয়ে যেতেও খুব বেশি সময় নেয়নি তারা। ম্যাচের দশম মিনিটে হিলালকে এগিয়ে নেন মিত্রোভিচ। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আল হামদান। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে বল পেয়ে নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এই মিডফিল্ডার। হাফ টাইমের আগেই এক গোল শোধ দেয় মায়ামি। ৩৪তম মিনিটে মায়ামির হয়ে জালের দেখা পান লুইস সুয়ারেজ। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআর দেখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। ৩৯তম মিনিটে ম্যাচে সমতায় ফিরেছিল মেসির মায়ামি।
ছবি: সংগৃহীত
তবে মেসির করা গোলটি অফসাইডে বাতিল হয়ে যায়। ৪৪তম মিনিটে মায়ামির জালে বল পাঠান মাইকেল। কর্নার থেকে উড়ে আসা বল হেডে লক্ষ্যভেদ করে ক্রিস্টিয়ানো রোনালদোর সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি। বিরতির পর আক্রমণে ধার বাড়ায় মায়ামি। ৫৩তম মিনিটে বক্সে ফাউলের শিকার হন মায়ামির ফুটবলার রুইজ। ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ পেয়ে সফল স্পট কিকে গোল করতে ভুল করেননি মেসি। দুই মিনিট পর আর্জেন্টাইন এই তারকার দেয়া পাস টেনে নিয়ে লক্ষ্যভেদ করে মায়ামিকে সমতায় ডেভিড রুইজ।
ছবি: সংগৃহীত
এদিকে দারুণ প্রত্যাবর্তনে মায়ামি ঘুরে দাঁড়ালেও শেষপর্যন্ত আর পেরে ওঠেনি তারা। ৮৮তম মিনিটে আল হিলালের জয় নিশ্চিত করেন ম্যালকম। ডান দিক থেকে সতীর্থের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। পরবর্তীতে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি প্রো লিগের ক্লাবটি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য