প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

এখন তৃতীয় দামি ক্লাব মেসির মায়ামি

২৭ জানুয়ারি ২০২৪, ৯:৫৪:৩৩

লিওনেল মেসি এখন সব ধরনের তারকাদের মধ্যেও জপ্রিয়তায় শীর্ষে। তাইতো সময়ের সেরা এই তারকাকে বিজ্ঞাপনে ও কিংবা কোনো ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়াটা যেকোনো প্রতিষ্ঠানের জন্য বড় প্রাপ্তিই বটে! নিজের এমন আকাশচুম্বী জনপ্রিয়তার ফলেই আয় করা তারকাদের তালিকায়ও উপরের দিকেই মেসির নাম।

এবার মেসিকে দলে ভেড়ানোয় আয় বেড়েছে ইন্টার মায়ামিরও। মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে দামি ক্লাবের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। এ তথ্য জানিয়েছে খেলাধুলার তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা ও বিশ্লেষণের কাজ করা প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’।

এদিকে মেসি যোগ দেওয়ার আগে বাজারমূল্যের দিক থেকে এমএলএসের ২৯টি ক্লাবের মধ্যে ১০ নম্বরে ছিল ইন্টার মায়ামি। এক বছরের কম সময়ের ব্যবধানে সেই ক্লাবটিই সাত ধাপ এগিয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের এই ক্লাবের দাম গত এক বছরে বেড়েছে ৭৪ শতাংশ।

বর্তমানে ইন্টার মায়ামির বাজারমূল্য ১০২ কোটি ডলার। ১১৫ কোটি ডলার বাজারমূল্যের লস অ্যাঞ্জেলেস এফসি আছে সব দলের শীর্ষে। তাদের থেকে ১০ কোটি ডলার কমে ১০৫ কোটি ডলার বাজারমূল্য নিয়ে দ্বিতীয় স্থানে আছে আটলান্টা ইউনাইটেড।

এদিকে ১০০ কোটি ডলার বাজারমূল্য নিয়ে তালিকার চারে আছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। এবারই প্রথম এমএলএসের চারটি ক্লাবের বাজারমূল্য শত কোটি ডলার ছুঁয়েছে। গত বছর প্রথম ক্লাব হিসেবে এই অঙ্ক ছুঁয়েছিল লস অ্যাঞ্জেলেস এফসি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য