মঙ্গলবার ৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ

ঢাকা বোর্ডে এইচএসসিতে নতুন পাস ১৪৯ শিক্ষার্থী, ২৩৬ জন পেলেন জিপিএ-৫

২৭ ডিসেম্বর, ২০২৩ ১১:১৯:২৩
ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের উত্তরপত্র চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, ২ হাজার ২০৮ শিক্ষার্থীর ২ হাজার ২৩৭ বিষয়ের গ্রেড পরিবর্তন হয়েছে। অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছেন ১৪৯ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৩৬ জন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ৬৫ হাজার ৬৯৩ জন পরীক্ষার্থী ২ লাখ ৭১ হাজার ৩৩৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন বলে বোর্ড সূত্রে জানা গেছে।

পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে যেভাবে

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এছাড়া, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।

প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই, ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।

অন্যদিকে, শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন। যাদের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি, তাদের রোল নম্বর তালিকায় থাকবে না। অর্থাৎ, তাদের ক্ষেত্রে প্রথমবার প্রকাশিত ফল বহাল থাকবে।

গত ২৬ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার দেশের ১১ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ জন।

ফল প্রকাশের পরদিন (২৭ নভেম্বর) ফল পুনঃনিরীক্ষা বা উত্তরপত্র চ্যালেঞ্জের আবেদন শুরু হয়। টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে এ আবেদন করেছেন শিক্ষার্থীরা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD