কানে পানি ঢোকায় চিন্তিত, বের করার সহজ উপায় জানালেন চিকিৎসক
গোসল করা এবং হাত-মুখ ধোয়া বা শরীর ধোয়ার সময় অসাবধানতা থেকে অনেক সময়ই কানে পানি চলে যায়। এছাড়া শাওয়ারের নিচে দাঁড়িয়ে গোসলের সময়, পুকুর বা সুইমিং পুলে সাঁতার কাটার সময়ও পানি চলে যেতে পারে কানে। মূলত কান বা মাথার সংস্পর্শে পানি আসলে তখনই কানের ভেতর পানি যাওয়ার সম্ভাবনা থাকে।
কানের ভেতর পানি ঢুকে পড়লে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। বিশেষ করে বাড়ির ছোট শিশুদের কানে পানি গেলে চিন্তা বেড়ে যায় অভিভাবকদের। এ সময় অনেকেই নিজেরা বিভিন্ন পন্থা অবলম্বন করেন পানি বের করার জন্য। যদিও অধিকাংশ সময়ই বিফলে যায় সেসব চেষ্টা। আবার বিপরীতে কানের ক্ষতি হওয়ারও সম্ভাবনা থেকে যায়।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথশটসে একটি প্রতিবেদনে কানের ভেতরের পানি বের করার উপায় জানিয়েছেন ভারতের ব্যাঙ্গালুরের অ্যাস্টার হোয়াইটফিল্ড হসপিটালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. জ্যোর্তিময় এস. হেজে। তিনি বলেন, গানের গহ্বর এমনভাবে তৈরি যে, এটি নিজ থেকেই পরিষ্কার হতে পারে এবং বাইরের জীবাণু থেকে সুরক্ষিত থাকতে পারে। কিন্তু অনেক সময় অসাবধনতা থেকে কানে পানি ঢুকে পড়ে। আর এতে কানের প্রাকৃতিক পরিষ্কারের উপায় ব্যাহত হয়। এবার তাহলে এই ডাক্তারের মতে কান থেকে পানি বের করার উপায় জেনে নেয়া যাক।
মাধ্যাকর্ষণ: এই প্রক্রিয়ায় যে কানে পানি ঢুকে পড়েছে, সেই কান নিচের দিকে কাত করে রাখতে হবে। এ অবস্থায় এক পায়ে লাফ দিতে হবে। এতে পৃথিবীর মাধ্যাকর্ষণের ফলে কানের সুরঙ্গ পথ বেয়ে পানি বের হবে।
হাই তোলা বা চিবানো: হাই তোলার মতো করে দীর্ঘক্ষণ মুখ দিয়ে জোড়ে বাতাস নেয়া ও ছাড়া ভালো কার্যকর। আবার চুইংগা চিবানোর মাধ্যমেও কানের পানি বের করতে পারেন। চুইংগাম চিবালে কানের আশপাশের পেশিগুলো প্রভাবিত হয়। ফলে কানের ভেতরের পানি বের হয়ে যায়।
তাপ ও ভাপ: গরম পানির ভাপ নেয়ার মাধ্যমেও কানের ভেতরের পানি বের করতে পারেন। তবে বাসায় যদি হেয়ার ড্রায়ার থাকে তাহলে এর মাধ্যমে কম তাপমাত্রায় কিছুটা দূরত্ব থেকে হাওয়া দিতে পারেন কানে। এভাবে কিছুক্ষণ হাওয়ার মাধ্যমে বাষ্পিভূত হয়ে বা গড়িয়ে কানের ভেতরের পানি পড়ে যাবে।
ইয়ার ড্রপ ব্যবহার: কানের ভেতরের পানি বের করার জন্য বিশেষভাবে তৈরি ইয়ার ড্রপ। এ জন্য কোনোভাবে যদি কানের ভেতরের পানি নিজেরা বের করতে না পারেন, তখন ইয়ার ড্রপ ব্যবহার করতে পারেন। কেননা, ইয়ার ড্রপে বিদ্যমান উপাদান কানের ভেতর প্রবেশ করে আর্দ্রতা শুষে নেয়। ফলে পানিমুক্ত হয় কান।
সতর্কতা: যারা উল্লেখিত উপায়ে কানের পানি করতে পারবেন না, তাদের উদ্বিগ্ন হওয়া যাবে না। আবার নিজেরা কানের পানি বের করার জন্য বেশি কঠোর প্রক্রিয়ায়ও অবলম্বন করা উচিত হবে না। এতে বড় ধরনের সমস্যা হতে পারে। এ অবস্থায় উচিত হবে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হওয়া।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























মন্তব্য