রাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে চলতি বছরের জুন মাসে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু। তিনি বলেন, চাকরি ক্ষেত্রে অবসরগ্রহণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতবিদ্য শিক্ষকগণ অবসর গ্রহণ করলেও তাঁরা তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা এই বিশ্ববিদ্যালয় তথা দেশ ও জাতির কল্যাণে নিবেদিত করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে মো. শহীদুল্লাহ, সুলতানা মোসতাফা খানম, এম হাবিবুর রহমান, এম শামসুল আলম সরকার প্রমুখ তাঁদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।
সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন, ইংরেজি বিভাগের অধ্যাপক মো. শহীদুল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কফিল উদ্দিন আহম্মেদ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতানা মোসতাফা খানম ও অধ্যাপক মুহাম্মদ হাসান ইমাম, পদার্থবিজ্ঞান বিভাগের ড. এম রেজাউর রহিম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক বিধান চন্দ্র দাস, ভূতত্ত ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এম হাবিবুর রহমান ও অধ্যাপক মুশফিক আহম্মদ, ফাইন্যান্স বিভাগের অধ্যাপক একেএম আব্দুল মজিদ, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক দিল আফরোজ বেগম, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক রনজিৎ কুমার সাহা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম ফিরোজ আলম, অধ্যাপক এম মনজুর হোসেন, অধ্যাপক গোলাম কবীর, ফলিত গণিত বিভাগের অধ্যাপক এম শামসুল আলম সরকার এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক মো. শাহ আলম।
এছাড়া বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সরকার সুজিত কুমারকে মরনোত্তর সংবর্ধনা প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন অনুষদের অধিকর্তা, সিন্ডিকেট সদস্য, হল প্রাধ্যক্ষ, ছাত্র-উপদেষ্টা, প্রক্টর, জনসংযোগ দপ্তর প্রশাসক ও দপ্তর প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য