নারী তমা সরকার পুরুষে রূপান্তরিত হয়ে এলাকায় আলোচনায়
হিন্দু ধর্মাবলম্বী এক তরুণী নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে তমা সরকার (১৮) । এ সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে তাকে দেখতে প্রতিনিয়ত বাড়িতে লোকজন ভিড় করছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সে উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার শ্রী সুধান্ন সরকারের মেয়ে।
তমা রাজশাহীতে আলহাজ সুজা-উজ দৌলা সরকারি কলেজে এইচএসসিতে পড়ালেখা করছে। তমার বাবা সুধান্ন সরকার জানান, সম্প্রতি তমার এক সহপাঠী প্রথমে তমা পুরুষে রুপান্তর হওয়ার বিষয়টি আমাকে জানায়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গেলে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হয়েছি।
তমা সরকার বলেন, ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ১০-১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লাজলজ্জার ভয়ে বিষয়টি এতদিন গোপন রেখেছিলাম। সম্প্রতি এক সহপাঠীকে জানালে সে আমার বাবা- মাকে বিষয়টি জানিয়েছে।
এ প্রসঙ্গে তমার চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানান, হরমন পরিবর্তনের কারণে এ রকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য