শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০২:০১ পূর্বাহ্ণ

দুবাইয়ে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

২৭ ডিসেম্বর, ২০২৩ ১০:০৬:০৫
সংগৃহীত ছবি

জমকালো আয়োজনে মধ্যে দিয়ে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড। গত রোববার (২৪ ডিসেম্বর) দেরা দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেল বলরুমে অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুবাই নিযুক্ত মান্যবর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ হারুন উর রশিদ (সিআইপি)।

অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন, জনপ্রিয় উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও মডেল প্রিয়াঙ্কা জামান। মেগা ইভেন্টে বাংলাদেশ থেকে এসেছিলেন, জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক জায়েদ খান, তিনি স্টেজে ডিগবাজি ও গান গেয়ে দর্শকদের মন জয় করে নেন। আরো এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান, জিয়াউল হক পলাশ।

সেরা চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম, মিউজিক ভিডিও, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা বিনোদন সাংবাদিক, ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট ও বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান রবি চৌধুরী, এক্সিকিউটিভ ডাইরেক্ট শিবলী আল সাদিকসহ দুবাই, আবুধাবি, শারজাহ, আজমান, ফুজিরাহ, রাস আল-খাইমাহ থেকে আগত প্রবাসীরা উপস্থিত ছিলেন। আরব আমিরাতে অবস্থানরত অনেক প্রবাসী শ্রমিক, সাংবাদিক ও বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD