প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

বাসায় পৌঁছেছেন খালেদা জিয়া

২১ আগস্ট ২০২৪, ১১:২১:২৩

ছবি: সংগৃহীত

বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টায় গুলশানে বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এর আগে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল থেকে রওয়ানা হয় খালেদা জিয়ার গাড়ি বহর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন। রাত সাড়ে ৮টায় দিকে তিনি বাসায় পৌঁছান। এসময় দলের নেতাকর্মীরা ম্যাডামকে স্বাগত জানান।

প্রসঙ্গত, এর আগে গত ৮ জুলাই মধ্যরাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরমধ্যে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Ad