ধানমন্ডিতে একটি ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
২১ আগস্ট ২০২৪, ১১:৩৬:২৮

ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। বুধবার (২১ আগস্ট) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকাল ১০টা ২৫ মিনিটে ধানমন্ডি পাঁচ নম্বরে ১২তলা ভবনের আট তলায় আগুন লাগার খবর পেয়েছি। এরপর ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি লিমা খানম। এখন পর্যন্ত আটকেপড়া ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৫ - Developed by RL IT BD
মন্তব্য