কোটা আন্দোলন: ঢাকা মেডিকেলেই ১৬৫ মরদেহ
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেই ১৬৫ জন মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। এরমধ্যে ৭৬ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাকি ৮৯ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে মারা গেছেন। রোববার (১৮ আগস্ট) ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এসব তথ্য জানান।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে আমাদের হাসপাতালে ২ হাজার ২০০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৭৮৬ জনকে ভর্তি করা হয়েছিল, যার মধ্যে এখনও ভর্তি আছেন ১৬১ জন। ভর্তি থাকা আহতদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন ৭ জন, এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) জানায়, গত ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে সহিংসতায় দেশে অন্তত ৬৫০ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় মাত্র তিন সপ্তাহে সারাদেশে কয়েকশ মানুষের প্রাণহানির তথ্য আসে। আগস্টের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। পরে ৫ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য