ভারতে মেলায় গিয়ে ১০ বাংলাদেশির কারাদণ্ড

১৬ জানুয়ারি ২০২৪, ৯:৪৩:৫৮

বিনা পাসপোর্টে ভারতের ত্রিপুরা রাজ্যে আয়োজিত পৌষ সংক্রান্তি মেলায় বেড়াতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়ে কারাগারে গেছেন বাংলাদেশি ১০ যুবক। তাদের সবার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে। গত ১৩ জুন তাদের আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আটকের পর তাদের আদালতে তোলা হয়ে আদালত তাদের ২৫দিনের কারাদণ্ড দেন।

আটককৃতরা হলেন মোঃ শামসুদ্দিন, আঃ সালাম, মোঃ সুমন, মোঃ বেলাল, আঃ জলিল, আল আমিন, মোঃ সোহেল, মোঃ হাসান, মোঃ ইসমাইল ও মোঃ রবিউল। আটককৃতরা সকলেই রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের বাসিন্দা।

জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যে পৌষ মেলা উপলক্ষ্যে প্রতিবছর খাগড়াছড়ি জেলার পানছড়ি দিয়ে পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে অনেক বাংলাদেশি মেলায় ঘুরতে যায়। বরাবরের মতো এবারও ঘুরতে গিয়েছিলেন তারা। এসময় তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হয়। আটকের পর তাদের ভারতীয় আদালতে তোলা হলে প্রত্যেককে ভারতীয় আইন অনুযায়ী ২৫ দিনের হাজতবাসের শাস্তি প্রদান করেছে আদালত।

আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় চাকমা মিত্র বলেন, বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের দায়ে আমার ইউনিয়নের ১০ যুবককে ভারতীয় আদালতে ২৫ দিনের জেল হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি।

উল্লেখ্য, প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হিন্দু আদিবাসীরা এ উৎসবে যোগ দেন বলে জানা গেছে। মৃত পূর্ব পুরুষদের উদ্দেশে তর্পণ ও পিণ্ডদান করতে পুণ্যার্থীরা এ উৎসবে আসেন। প্রাচীনকাল থেকে এই প্রথা চলে আসছে। তবে বর্তমানে উৎসবকে কেন্দ্র করে বসে মেলা। তাই পুণ্যার্থীদের পাশাপাশি দর্শনার্থীরাও সেখানে ভিড় জমান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য