৪ দফা দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত
সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার ও মন্দিরে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থী ও অভিভাবকরা। শুক্রবার (৯ আগস্ট) বিকেলের পর থেকে শাহবাগ ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা বলেন, অবিলম্বে হিন্দুদের মারধর, মন্দিরে হামলা বন্ধ করতে হবে। সেই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। এ সময় হামলা বন্ধ না হলে অসহযোগ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন হিন্দু নেতারা।
বিক্ষোভকালে সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন ছাড়াও সংসদে ১০ শতাংশ আসন বরাদ্দসহ চার দফা দাবি জানান সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। তাদের দাবিগুলো হলো- সংখ্যালঘু সম্প্রদায় গঠন করতে হবে, সংখ্যালঘু কমিশন করতে হবে, সংখ্যালঘুদের ওপর হামলা প্রতিরোধে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।
এদিন বিক্ষোভকালে হিন্দুদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানানোর জন্য বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিন্দা জানানো সবাইকে ধন্যবাদ জানান তারা। সেই সঙ্গে নিজেদের অধিকার আদায়ে রাজপথে থাকার কথাও জানান আন্দোলনকারীরা।
ভিডিও দেখতে ক্লিক করুন: বিএনপি নেতা ইলিয়াস আলী এক যুগের বেশি সময় ধরে গুম
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য