শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ণ

বিয়ে করলেন অভিনেত্রী অর্ষা, জানা গেল বরের পরিচয়

১৪ জানুয়ারি, ২০২৪ ৪:৩৪:০৫
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা গাঁটছড়া বেঁধেছেন। অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করেছেন তিনি। আজ রবিবার (১৪ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সেই খরর দিয়েছেন নিজেই। সঙ্গে জীবনসঙ্গীর কয়েকটি ছবিও প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

ছবিতে দেখা যায়, লাল বেনারসি গায়ে জড়িয়ে নিজেকে সাজিয়েছেন অর্ষা। আর ধবধবে সাদা পাঞ্জাবি-পায়জামা পরে সঙ্গীর সাথে নিজেকে মেলে ধরেছেন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। হাসিমাখা মুখ দুজনেরই। আনমনে তাকিয়ে আছেন অন্যদিকে। অভিনেতা জোভানের মতো ঘরোয়া আয়োজনেই বিয়ে সেরেছেন অর্ষা। দুই থেকে তিন মাস আগে দুজনের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে শুভকাজ সম্পন্ন করেন অর্ষা-ইমরান।

ছোটপর্দার অভিনেত্রী অর্ষা জানিয়েছেন, বছরখানেক ধরেই পারিবারিকভাবে দুজনের বিয়ের কথাবার্তা চলছিল। তবে মাঝখানে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিয়ের আলোচনায় ভাটা পড়ে। পরে কিছুটা সুস্থ হয়ে ওঠার পর মায়ের পরামর্শেই বিয়েটা সেরেছেন তারা।

পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সাহস’ ও চরকি ফ্লিক ‘জাহান’ ছাড়াও বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছেন অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান। দুই দশকের ক্যারিয়ারে শতাধিক টিভি নাটকে পাওয়া গেছে অভিনেত্রী অর্ষাকে। অন্যদিকে, ‘মহানগর’ সিরিজের পুলিশ কর্মকর্তা মলয়ের চরিত্রে অভিনয় করে আলোচিত মোস্তাফিজুর নূর ইমরান ‘কাইজার’, ‘জাহান’সহ বেশ কয়েকটি কনটেন্টে নিজের প্রতিভার ছাপ রেখেছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD