প্রচ্ছদ / আইন ও আদালত / বিস্তারিত

কারাগার থেকে মুক্তি পেলেন আরও ৭ পরীক্ষার্থী

৩ আগস্ট ২০২৪, ৯:১৩:২৯

ছবি: সংগৃহীত

কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় মামলায় গ্রেপ্তার আরও ৭ জন এইচএসসি পরীক্ষার্থী কারাগার থেকে জামিনে মুক্ত পেয়েছেন। শনিবার (৩ আগস্ট) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শনিবার সকালে চারজন এবং বিকেলে আরও তিনজন পরীক্ষার্থীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসব শিক্ষার্থীরা নরসিংদী কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এসেছিলেন। তাদের জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে শনিবার মুক্তি দেওয়া হয়েছে।

জামিনে মুক্ত এসব শিক্ষার্থীকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান সুব্রত কুমার।

এর আগে, শুক্রবার (২ আগস্ট) রাতে গ্রেপ্তার ৩৫ জন এইচএসসি পরীক্ষার্থী কারাগার থেকে মুক্ত হোন।

 

ভিডিও দেখতে ক্লিক করুন: আমি চাই না আমার বাচ্চা শ’হি’দ হোক

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য