সমাধান হওয়ায় শিক্ষার্থীদের আন্দোলন পরিহার করার আহ্বান ঢাবি নীল দলের
ছবি: সংগৃহীত
চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের যে দাবির কাঙ্ক্ষিত সমাধান হওয়াতে শিক্ষার্থীদের আন্দোলন পরিহার করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল।বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে‘দেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে’ ডাকা এক সংবাদ সম্মেলন এই আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. আমজাদ আলী। লিখিত বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “শিক্ষার্থীদের দাবির কাঙ্ক্ষিত সমাধান হওয়ায় তাদেরকে আন্দোলনের পথ পরিহার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ভূমিকা রাখা ও রাষ্ট্রদ্রোহী মহলের ষড়যন্ত্রের ক্রীড়নকে পরিণত না হওয়ার ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।”
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের আহ্বান জানিয়ে চার দাবি উত্থাপন করা হয়। সেগুলো হলো-
১) এ আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সকল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।
২) দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে।
৩) আবাসিক হলসমূহে বৈধ ও নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করতে হবে।
৪) ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ভিডিও দেখতে ক্লিক করুন: কোটা বিরোধী ছাত্র আন্দোলনে মদত দিচ্ছে বিএনপি ও জামাত শিবির: এমপি খসরু চৌধুরী
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য