প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

নিউক্যাসলকে ধসিয়ে দিলো নটিংহাম

২৭ ডিসেম্বর ২০২৩, ৯:১২:০৮

পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না দ্য ম্যাগপাইরা। এবার ঘরের মাঠে বক্সিং ডে ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-১ গোল বিধ্বস্ত হয়েছে নিউক্যাসল। এদিন ফরেস্টের হয়ে নিউজিল্যান্ডের ফরোয়ার্ড ক্রিস উড হ্যাটট্রিক করেছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সেন্ট জেমস পার্কে প্রথমার্ধে পিছিয়ে পড়ে নটিংহ্যাম। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত কামব্যাকে সাত নম্বরে থাকা নিউক্যাসলের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রেলিগেশন জোনে থাকা দলটি।

ম্যাচের ২৩তম মিনিটেই লিড নেয় নিউক্যাসল। পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন স্ট্রাইকার অ্যালেক্সজান্ডার ইসাক। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমেই সমতায় ফেরে নটিংহাম। লক্ষ্যভেদ করেন কাউলি উডরো।

বিরতি থেকে ফিরে লিড নেয় নটিংহাম। ম্যাচের ৫৩তম মিনিটে আবারও গোল করেন উডরো। ম্যাচের ৬০তম মিনিটে গোল করে দলের জয় নিশ্চিতের পাশাপাশি নিজের হ্যাটট্রিক পূরণ করেন উডরো। এরপর নিউক্যাসল আর ম্যাচে ফিরতে পারেনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য