প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

ডিবি কার্যালয় থেকে বের হয়ে যা বললেন মারজুক রাসেল

২৮ জুলাই ২০২৪, ১১:৪০:০৬

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল। তার ফেসবুক থেকে একের পর এক কোটা সংস্কার আন্দোলনের পক্ষে পোস্ট দেয়া হয়েছে। কিন্তু তিনি আসল মারজুক রাসেল নন এমনটাই জানালেন অভিনেতা। বিষয়টির অভিযোগ জানাতে তিনি ডিবি কার্যালয়ে যান। মারজুকের ফেসবুক থেকে সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও সরকার বিরোধী নানা পোস্ট দেয়া হয়েছে। সেই পোস্টগুলোতে অসংখ্য লাইক ও কমেন্ট পড়েছে। কারণ সাধারণ মানুষ মনে করছেন মারজুক রাসেলই এমনটি করছেন।

কিন্তু পেজটি আসলে মারজুক রাসেলের নয়। কেউ তার নাম ও ছবি ব্যবহার করে এটা করছেন বলে জানিয়েছেন মারজুক রাসেল। বিষয়টি পরিষ্কার করার জন্য ডিবির সহযোগিতা চেয়েছেন এই অভিনেতা। অভিযোগ জানাতে রোববার (২৮ জুলাই) রাজধানীর ডিবি কার্যালয়ে যান অভিনেতা মারজুক রাসেল।

সেখান থেকে বের হয়ে সংবাদ মাধ্যমকে অভিনেতা বলেন, যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবন যাপনের ধরন সম্পর্কে যারা জানেন তারা ছাড়া অধিকাংশ মানুষই দ্বিধা দ্বন্দে রয়েছেন। কিন্তু সবাইতো আর আমার লেখার ধরন সম্পর্কে জানেন না। তিনি আরও বলেন, ‘কোনো কিছুর জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। অনেক সময় গাছ লাগিয়ে ফল পাওয়া যায় না। আবার দুধে জ্বাল দিয়েও সর পাওয়া যায় না। সেই ধৈর্যটা ধরলে সহিংসতা কম হয়। ভায়োলেন্স কম হয়।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য