আমার অফিস পুড়ে কয়লা হয়ে গেছে: ওবায়দুল কাদের
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজ বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের মুল্যবোধ-জয় বাংলা আক্রান্ত, একাত্তরের মহাবিজয় আজ আক্রান্ত। জাতির অর্জন মেট্রারেল ধ্বংস লীলা, পুড়ে ছাই হয়ে গেছে। যে সেতুভবন- পদ্মাসেতু করেছে সেই সেতুভবন আক্রান্ত, দোতলায় আমার অফিস কয়লা হয়ে গেছে, বিআরটিএ পুড়ে ছাই হয়ে গেছে। পদ্মাসেতু মাওয়া প্রান্ত, জাজিরা প্রান্ত বারবার আগুন দেয়ার চক্রান্ত হয়েছে, স্থানীয় জনগণ প্রতিরোধ করেছে।
তিনি আরও বলেন: আমার দেশ ও অর্জন যখন আক্রান্ত হয় আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। মির্জা ফখরুল তাদের পক্ষে কথা বলে। এর মাধ্যমে প্রমাণ হয় তারা দেশের অর্জন চায় না, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাস করে না।আমাদের ইতিহাস ও সংস্কৃতির ধারক বাহক বিটিভিকে পুড়ে ছাই করে দিয়েছে। মির্জা ফখরুল এখনো ধ্বংসের সুরে কথা বলে। আর কত ধ্বংস চান?
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: কাজীপাড়া, মিরপুরে মেট্রারেল কিভাবে পুড়িয়ে দিয়েছে। নতুন যন্ত্রপাতি আনার পরও এক বছরের আগে ওই দুটি স্টেশন ঠিক হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। দেশের স্বাধীনতা, গণতন্ত্রে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। দুর্যোগে শেখ হাসিনাই ঠিকানা।
তিনি আরও বলেন: বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস ও মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। শেখ হাসিনার ডাকে আগুন সন্ত্রাস বিরুদ্ধে পাড়া মহল্লায় সতর্ক অবস্থান নেয়ার নির্দেশ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য