প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

যে কারণে হঠাৎ পাকিস্তানের চ্যানেলে ম্যাচ সম্প্রচার বন্ধ

২৭ ডিসেম্বর ২০২৩, ৯:০৯:০৬

বিশ্বকাপ ব্যর্থতা ভুলে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। এরই মধ্যে সিরিজের প্রথম টেস্টে সফরকারী পাকিস্তানকে পরাজয়ের স্বাদ দিয়েছে প্যাট কামিন্সের দল। এরপরই পাকিস্তানের রাষ্ট্রীয় চ্যানেল ‘পিটিভি’ হঠাৎ করে চলমান সিরিজের সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

আকস্মিক খেলা সম্প্রচার বন্ধ হওয়ে যাওয়ায় বিষয়টি এখন দেশটির আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে। তবে এর কারণ হিসেবে সংবাদমাধ্যমটি জানায়, মাঠে জুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের কারণেই তারা এমনটা করেছে। এ ধরনের প্রচারণা বন্ধ না হওয়া পর্যন্ত খেলা সম্প্রচার করা হবে না।

পিটিভি খেলা সম্প্রচার না করলেও টেন স্পোর্টসসহ সম্প্রচার স্বত্ব থাকা দেশটির একাধিক চ্যানেলে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচ দেখানো হচ্ছে।

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) নিয়ম অনুসারে, খেলা চলাকালে সারোগেট বা ছদ্মবেশী (জুয়া প্রতিষ্ঠানের ছায়ায় অন্য পণ্যের প্রচার) বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। যা মানতে গিয়েই পিটিভি সম্প্রচার বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির ক্রিকেট বিষয়ক জনপ্রিয় অনলাইন ক্রিকেট পাকিস্তান বলছে, এর আগে পাকিস্তানের কোনো টিভি চ্যানেলে চলমান এই সিরিজের ম্যাচগুলো সম্প্রচার নিয়ে প্রাথমিকভাবে অনিশ্চয়তা ছিল। পরবর্তীতে টেন স্পোর্টস এই ম্যাচের দ্বিতীয় দিন থেকে খেলা দেখাতে শুরু করে। যেখানে অস্ট্রেলিয়ার অফিসিয়াল চ্যানেল থেকে প্রচারিত খেলায় মাঠে জুয়া প্রতিষ্ঠানের স্টিকার দেখা যায়। যা স্বাভাবিকভাবে প্রদর্শিত হয় পাকিস্তানের অন্য টিভি চ্যানেলেও। পরবর্তীতে পিইএমআরএ কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে সম্প্রচার থেকে সরে আসে পিটিভি।

সারোগেট কোম্পানির বিজ্ঞাপন সরানোর পরই কেবল চ্যানেলটি নিজ দেশের খেলা সম্প্রচার শুরু করবে। এর আগে প্রথম ম্যাচেও একই বিজ্ঞাপন থাকা সত্ত্বেও পাকিস্তানের সব চ্যানেলই ম্যাচ সম্প্রচার করেছিল। চলমান দ্বিতীয় টেস্টটি রাষ্ট্রীয় চ্যানেল পিটিভি প্রচার করছে না বলে আরেক প্রতিবেদনে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য