বুধবার ২৯ অক্টোবর, ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ণ

উত্তরায় সংঘর্ষে নিহত ২

১৮ জুলাই, ২০২৪ ৩:৫৫:২৭
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর উত্তরায় সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে কয়েক শ আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গছে, এদিন সকালে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা উত্তরার জমজম টাওয়ারের সামনে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মূল সড়কে উঠতে চাইলে পুলিশ ও র‍্যাব তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। বেলা ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর উত্তরায় পুলিশ ও র‍্যাবের সংঘর্ষ শুরু হয়।

উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, ‘সংঘর্ষে নিহত এক ছাত্রকে সোয়া ১২টার দিকে আমাদের হাসপাতালে আনা হয়। সে ছাত্র শুধু এইটুকু বলতে পারি। কোন প্রতিষ্ঠানের তা বলতে পারব না।’ তিনি বলেন, ‘বেলা তিনটা পর্যন্ত হাসপাতালে প্রায় ৩০ জন আহত শিক্ষার্থী চিকিৎসাধীন ছিলেন। আহতদের সংখ্যা এত বেশি যে হাসপাতালে স্থান দিতে আমাদের সমস্যা হচ্ছে। অনেককেই চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।’

এদিকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ মাহমুদুল হাসান বলেন, ‘সেখানে ৪০০ জনের বেশি আন্দোলনকারী আহত হয়ে তাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’ তিনি আরও বলেন, ‘আহতদের মধ্যে ১০ থেকে ১২ জন চোখে আঘাত পেয়েছেন। তাদের বাংলাদেশ আই হাসপাতালে পাঠানো হয়েছে।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD

Ad