মা ও শিশুর উন্নত স্বাস্থ্যেসেবায় একসঙ্গে কাজ করবে টগুমগু ও ডেটল
ছবি: সংগৃহীত
নতুন মা ও শিশুর জন্য উন্নত স্বাস্থ্যেসেবা নিশ্চিতে একসাথে কাজ করবে ডেটল বাংলাদেশ এবং জনপ্রিয় প্যারেন্টিং অ্যাপ টগুমগু। সম্প্রতি ডেটলের সঙ্গে টগুমগু’র একটি অংশীদারিত্ব চুক্তি গুলশানের রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি’র হেড অফিসে সই হয়েছে।
এই অংশীদারিত্বের আওতায়, উভয় প্রতিষ্ঠান নিজেদের দক্ষতা ও শক্তি কাজে লাগিয়ে নতুন বাবা-মায়েদের প্রয়োজনীয় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, উপকরণ (রিসোর্স) এবং পণ্য সরবরাহ করার মাধ্যমে সঠিকভাবে পরিবার শুরু করতে সহায়ক ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ভিশাল গুপ্তা, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র মার্কেটিং ম্যানেজার এন্ড হেড অব পার্টনারশীপ; জিয়া উদ্দিন, ডিরেক্টর, সাপ্লাই চেইন, নুমায়া জায়েদ, কমার্শিয়াল হিউমান রিসোর্স হেড; অরিত্র ব্যানার্জী, ফাইন্যান্স ডিরেক্টর, মো. আমিন উল বশির আলভী, ব্র্যান্ড ম্যানেজার, মো. রাকিব উদ্দিন, এক্সটারনাল অ্যাফেয়ার্স ম্যানেজার এই রেকিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাক্ষরে আরও উপস্থিত ছিলেন টগুমগুর সিইও ড. নাজমুল আরেফিন, পরিচালক আরিফ মো. ওয়ালিউল্লাহ ভূঁইয়া এবং টগুমগু’র কন্টেন্ট এবং ট্রেনিংয়ের ভাইস প্রেসিডেন্ট তাহমিনা রহমান।
এই চুক্তির আদলে ডেটল ও টগুমগু গর্ভবতী মা ও শিশুরা গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নতুন মা ও শিশুর স্বাস্থ্য এবং মানুষিক স্বাস্থ্য, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এছাড়াও নিরাপদ ঘর ও নিরাপত্তা এবং শিশুর প্রয়োজনীয় পুষ্টি ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করবে।
ভিশাল গুপ্তা বলেন, “বাংলাদেশে নতুন মা ও শিশুদের জন্য উন্নত স্বাস্থ্যেসেবা নিশ্চিত করার লক্ষ্যে টগুমগু’র সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। প্রতিষ্ঠান হিসেবে আমরা বিশ্বাস করি যে, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। এই অংশীদারিত্ব সুস্থ-সবল জাতি গঠনে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।”
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য