মঙ্গলবার ৫ আগস্ট, ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ণ

আসামি ধরতে গিয়ে প্রাণ গেলো এসআইয়ের

১৫ জুলাই, ২০২৪ ১১:৩৫:১০
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় আসামি ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন রেজাউল করিম নামে একজন উপ-পরিদর্শক (এসআই)। মৃত রেজাউল করিম রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর-রশিদ জানান, চলতি মাসের ৫ তারিখে রায়গঞ্জ থানায় একটি দস্যুতার মামলা হয়। এই মামলা তদন্তে প্রাপ্ত আসামি নজরুলকে ধরতে রায়গঞ্জ থানার এস.আই রেজাউল করিম সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর এলাকায় অভিযান চালায়। এসময় আসামি নজরুল পুলিশকে দেখে দৌড়ে সরস্বতী নদীতে ঝাঁপ দেয়।

আসামীকে ধরতে এসআই রেজাউল করিমও নদীতে ঝাপ দেয়। নদীতে সাতার কেটে আসামি নজরুল পালিয়ে যেতে সক্ষম হলেও এসআই রেজাউল করিম নদীতে ডুবে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তা খোঁজাখুজি করে এস.আই রেজাউল করিমকে উদ্ধার করে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রেজাউল করিমকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, মরদেহ পুলিশ লাইনে জানাজা শেষে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে তারাই সিদ্ধান্ত নিবেন কোথায় লাশ দাফন করা হবে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, এসআই রেজাউল করিম দস্যুতা মামলার আসামীর অবস্থান শনাক্ত করে এবং পুলিশ ফোর্স নিয়ে রাধানগর এলাকায় যায়। পুলিশকে দেখে স্বামী নজরুল ইসলাম দৌড়ে নদীতে ঝাপ দেয়। এসময় এসআই রেজাউল করিমও ঝাপ দেয়। কিন্তু আসামি সাতরিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে রেজাউল করিম নদী তীরের কাছাকাছি এসে দাঁড়ানোর পরে আবারো নদীতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন করেন। তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD