সোমবার ৪ আগস্ট, ২০২৫, ০৯:০৬ অপরাহ্ণ

এমপি হয়েই বাজিমাত রুমানা আলী টুসির

১১ জানুয়ারি, ২০২৪ ১১:৩১:২৭
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গাজীপুরের পাঁচটি আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত সংসদ সদস্য রুমানা আলী টুসি। এবারই প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি। এমপি হয়েই প্রতিমন্ত্রী। যদিও এর আগে একাদশ জাতীয় সংসদে ১৪ নম্বর সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে ছিলেন তিনি।

রুমানা আলী পেশায় একজন কলেজ শিক্ষক। রাজধানী ঢাকার নিউমডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষিকা তিনি। পেশায় শিক্ষক হলেও তিনি রাজনৈতিক পরিবারের সন্তান।

এর আগে টানা ৫ বার গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রয়াত অ্যাডভোকেট মো. রহমত আলী। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকারের শেষ সময়ে রহমত আলীকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার পর তাকে ছাড়া এ পর্যন্ত শ্রীপুর থেকে মন্ত্রিসভায় ঠাঁই হয়নি কারও। মাত্র দুইবছর প্রতিমন্ত্রী থাকার সময় এলাকার ব্যাপক উন্নয়ন করেন।

শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অধ্যাপক মো. হাবিবুর রহমান মৃধা বলেন, ‘গাজীপুর-৩ আসন থেকে বাক্স ভরে ভোট দিয়ে রুমানা আলী টুসিকে এমপি নির্বাচিত করে সংসদে পাঠিয়েছি। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রাণ ভরে ফেরত চাই। প্রধানমন্ত্রীর কাছে দাবি একটাই। আমরা টুসিকে মন্ত্রিসভায় চাই। তিনি আরও বলেন, ‘গাজীপুরের সাবেক সংসদ সদস্য প্রয়াত মো. রহমত আলীর মেয়ে টুসি।

গত সংসদে তিনি নারী কোটায় সংসদ সদস্য ছিলেন। উচ্চ শিক্ষিত টুসি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে শ্রীপুরের মানুষের মন জয় করেছেন। বাবার মতই তিনি সৎ ও নিষ্ঠাবান। তাকে মন্ত্রী করা হলে গাজীপুর মানুষ আরো ব্যাপক উন্নয়ন পাবে। শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মন্ডল বুলবুল বলেন, এলাকার নারী নেতৃত্ব তৈরি ও ক্ষমতায়নে টুসির কাজ দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বহু বেকার যুবককে কর্মসংস্থন তৈরি করে দিয়েছেন। শ্রমিক-ব্যবসায়ীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তিনি মন্ত্রী হলে এলাকার উন্নয়ন হবে, মানুষ উপকৃত হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD