বারান্দায় মিষ্টি আলুর চাষ, যা বলছেন জয়ার অনুসারীরা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। অভিনয়কে শিরা-উপশিরায় ধারণ করে হয়ে উঠেছেন এপার-ওপার দুই বাংলারই জনপ্রিয় মুখ। প্রায়ই এই অভিনেত্রী নিজের কাজের আপডেট থেকে শুরু করে জীবনযাপনের সব ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তারই ধারাবাহিকতায় এবার বারান্দার মিষ্টি আলু চাষের ছবি পোস্ট করেছেন তিনি।
সোমবার (৮ জুলাই) ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে জয়া লিখেছেন, মাটি খুঁড়ে মিষ্টি আলু তোলা সবসময় একটি দুঃসাহসিক কাজ। আমার ছোট্ট বারান্দায় চাষ করা মিষ্টি আলু।
অভিনেত্রীর এই পোস্টে নানা রকম মন্তব্য করছেন তার অনুসারীরা।
সাংবাদিক জ ই মামুন লিখেছেন, বাপরে, মিষ্টি আলুর স্বাস্থ্য তো মাশাআল্লাহ সেই লেভেলের। আমি তো প্রথমে ওল কচু ভাবছিলাম!
এই মন্তব্যের জবাবও দিয়েছেন জয়া। তিনি লিখেছেন, গাড়ির টায়ারে হয়েছে। গত বছর তো একটা ৪ কেজি হয়েছে।
মডেল ও উপস্থাপিকা মৌসুমী মৌ লিখেছেন, কী দারুণ!
অভিনেতা এফ এস নাঈম লিখেছেন, বাহ্।
সাগুফতা হাসান নামের আরেকজন লিখেছেন, গাড়ির টায়ারে মিষ্টি আলুর চাষ! দারুণ তো!
সোহাগ গোস্বামী লিখেছেন, নিজের হাতে গাছের পরিচর্যা করার আনন্দই আলাদা।
ইকবাল কবির লিখেছেন, বাহ্! কৃষিবিদ জয়া!
প্রসঙ্গত, গত ১ জুলাই ছিল জয়া আহসানের জন্মদিন। এদিন তার নতুন সিনেমা ‘ওসিডি’র একঝলক অবমুক্ত হয়। তাকে জন্মদিনের উপহার হিসেবে এটি প্রকাশ করেন সিনেমার পরিচালক সৌকর্য ঘোষাল। এতে এই অভিনেত্রীকে দেখা যাবে শ্বেতা চরিত্রে। তার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য প্রমুখ অভিনয় করেছেন।
ভিডিও দেখতে ক্লিক করুন: স্কুল ড্রেস পরে বাচ্চাদের সঙ্গে কী করছেন ডিপজল
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য