প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় নানা ও নাতনির মৃত্যু

৮ জুলাই ২০২৪, ৬:৫৭:৪৭

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের হাজিপাড়ায় যাত্রীবাহী বাসচাপায় নানা ও নাতনির মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে হাজিপাড়ার সিয়াম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নানা নছির মোল্লা ও নাতনি মীম।

স্থানীয়রা জানান, সকালে ভোলা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য নাতনি মীমকে নিয়ে শাহী পরিবহনের একটি বাসে উঠেন। ঘটনাস্থলে এসে বাসের তেল নেয়ার জন্য চালক সিয়াম ফিলিং স্টেশনে বিরতির ঘোষণা দেয়। পরে রাস্তার বিপরীত পাশের দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় যমুনা পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে মীমের মৃত্যু হয়। আর নানা গুরুতর আহত হন। পরে নানা নছিরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, এক শিশুকে মৃত অবস্থায় আনা হয়। আহত নছির নামের আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। সম্পর্কে তারা নানা-নাতনি বলে জানা গেছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। আর আহত নানাকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য